যুগ ও জীবনের প্রেক্ষাপটে একজন কবি সদা সৃষ্টি সুখের উল্লাসে মেতে
থাকেন তাঁর সৃষ্টিকর্মে। স্রষ্টার চিরানন্দময়তার স্বাভাবিক এই যে, যা তিনি
দেখেন, শুনেন তাই তাঁর হৃদয়ের রঙে রঙ্গিন করে প্রকাশ করে থাকেন।
কবি বাঙ্গাল আবুল বশীর এর চিত্তচেতনায় স্বতঃস্ফুর্ত প্রকাশ ঘটেছে তাথঁর
কাব্য ‘কিশোরীর মুখ’ এ। কাব্যটির সবকটি কবিতাই পড়ার সৌভাগ্য
আমার হয়েছে। সত্যিই ভাবতে অবাক লাগে যে, তাঁর প্রথম এই
কাব্যগ্রন্থটি যেন চিরদিনের বাংলার প্রাকৃতিক অবিকলতা নিয়ে
বৈচিত্রময়তায় ফুঠে উঠেছে।
কাব্যটি পড়তে পড়তে স্বভাব কবি গোবিন্দ দাশ আর রুপসী বাংলার কবি
জীবননান্দ দাশের কথা পাঠককে বার বার স্মরণ করিয়ে দেবে।