আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে গুণী সব লেখকদের লেখায় এবং গুণী লেখক ও প্রকাশক আব্দুল্লাহ আল তানিমের সহযোগিতায় মনশালিক ম্যাগাজিনের প্রথম সংখ্যার যাত্রা শুরু হলো। ইন শা আল্লাহ্ মনশালিক গুণী লেখকদের পাশাপাশি নতুন লেখকদের লেখা প্রকাশ করে সাহিত্য জগতে নতুনদের পদচারণাকে উৎসাহিত করবে।
মনশালিকের চলার পথে যে সকল গুণীজনেরা তাঁদের লেখা দিয়ে এর যাত্রা শুরু করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এবং যাঁরা ম্যাগাজিনের বিভিন্ন কাজে সহযোগিতা করলেন তাঁদের সকলের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ।