3 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 400TK. 320 You Save TK. 80 (20%)
Related Products
Product Specification & Summary
নদী সোজা পথে চলে না। মানুষের জীবনও সরল রৈখিক নয়। নদী যেমন বাঁক বদলে বদলে সমুদ্রের দিকে এগোয়, মানবজীবনও মোচড় খেতে খেতে পরিণতির দিকে এগিয়ে চলে। আমাদের দৈনন্দিন জীবনের পরতে পরতে লুকিয়ে আছে অবিশ্বাস্য বৈচিত্রময় প্রেম-অপ্রেমের বৃত্তান্ত।
হরিশংকর জলদাসের এই গল্পগ্রন্থে সেই বৃত্তান্তের সুলুক সন্ধান করা হয়েছে। এই গ্রন্থের প্রতিটি গল্প মানুষের প্রাপ্তি-হাহাকারে ভরপুর। মানুষকে ঘিরে যে আর্তনাদ-আহাজারি, যে রিরসা উল্লাস, যে হিংসা-কৃতজ্ঞতা, যে ভালোবাসা- বিশ্বাযোগ্যতা, তা সবেরই উপস্থিতি পত্রস্থ গল্পসমূহে।
সমকালের সমাজ, রাজনীতি, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল হরিশংকর জলদাসের কথাসাহিত্যের প্রধান অনুষদ। ‘খিদে’ ‘মনোজবাবুদের বাড়ি’, ‘কালু ডোম’, ‘গগন সাপুই’ ‘উপোক্ষিতা’, ‘প্রতিশোধ,’ ‘তুমি কে হে বাপু’ প্রভৃতি গল্পে তার প্রমাণ খুঁজে পাওয়া যাবে।
হরিশংকর কলম ধরেছেন মানবজীবনের গল্প শোনাবার জন্য। তাই তাঁর ভাষয়- বাক্যে-শব্দে জটিলতা নেই। তিনি পাঠককে ভাষার কুস্তি দিয়ে বিভ্রান্ত করেন না। সরল বাক্যে, সহজশব্দে সমাজ মানুষের গল্প শুনিয়ে যান।
প্রতিটি মানুষ নিঃসঙ্গ। আমাদের চারপাশের কিছু একাকী মানুষের গল্প শুনিয়েছেন প্রখ্যাত কথা সাহিত্যিক হরিশংকর জলদাস এই গ্রন্থে।