16 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 600TK. 429 You Save TK. 171 (29%)
Related Products
Product Specification & Summary
স্বামীর পরকীয়া সম্পর্ক তদন্তের জন্য প্রাইভেট ইনভেস্টিগেটর হেনরি কিম্বালের কাছে ধরনা দিল জোয়ান গ্রীভ। জোয়ানকে দেখেই পুরনো, শীতল একটা স্মৃতি মাথাচারা দিয়ে উঠলো কিম্বল এর মনের গহীনে। অতীতের এক ট্রাজেটিক ঘটনা স্মৃতি, যার কেন্দ্রে ছিলেন তিনি নিজেই। জোয়ানের মাঝে বরাবরই বিপদজনক কিছু একটা ছিল -অনুভব করেন তিনি। কাজেই বেশ অস্বস্তি নিয়েই কেসটা হাতে নিলেন।
পরকীয়া কিংবা বিশ্বাসঘাতকতা সাধারন একটা কেস।
কিন্তু সাধারণ কেসটাই অসম্ভব জটিল দেখে মন নিল,খালি যখন হেনরি কিম্বল শহরতলীর খালি বাড়িতায় জোড়া লাস্ট আবিষ্কার করে বসলেন। হঠাৎই তার মনে হতে লাগলো, অতীতের পুনরাবৃত্তি হচ্ছে, এবং সত্য উদঘাটনের জন্য তাকে ফিরিয়ে যেতে হবে তাঁর জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটায়।
এটা কি সম্ভব যে, অতীতের সেই বিশেষ দিনটা সম্পর্কে জোয়ান কিছু একটা জানে , যা সে এতগুলো বছর সংগোপনে লুকিয়ে রেখেছে? খুনি কি এমন কেউ, যে অতীতের কোনও ঘটনার জন্য ওদেরকেই সন্দেহ করে?
চোয়ালচাঁপা প্রতিজ্ঞা করলেন হেনরি কিম্বল, সত্যি উদঘাটন করেই ছাড়বে। কিন্তু টের পেলেন, উনি যতই সত্যের কাছাকাছি আসছেন, খুনিও ততই তার আরও কাছে চলে আসছে। মেরুদণ্ডে শিহরণ তোলা এই ইঁদুর-বেড়াল খেলায় শেষ পর্যন্ত তাদের মধ্যে বেঁচে থাকবে কেবল একজনই।