সংকলনটি আমার পীর ও মুরশিদ আরেফ বিল্লাহ মাওলানা শাহ মুহাম্মাদ সাঈদ নূর হযরত ওয়ালা মানিকগঞ্জী দামাত বারাকাতুহুম এর দীর্ঘ সোহবত, আন্তরিক দুআ, রূহানী তাওয়াজ্জুহ, ফয়েয ও বরকতের সমষ্টি।
আব্বা-আম্মা, স্ত্রী-সন্তানসহ জীবিত আসাতিযায়ে কেরামের দীর্ঘ নেক হায়াত এবং বিয়োগপ্রাপ্ত আসাতিযায়ে কেরাম ও সকল আত্মীয়-স্বজন বিশেষত আমার পরম শ্রদ্ধেয়া শাশুড়ী আম্মার (যিনি দুনিয়ার বুকেই জান্নাতী মানুষ ছিলেন) রূহের মাগফিরাত ও জান্নাতে উঁচু মাকাম কামনা করি।
এ ক্ষুদ্র প্রয়াসটুকু আল্লাহ তা'আলার জন্যই।