বক্ষমান সংকলনটিতে বিনয় ও আদবের পরিচয় ও তার ক্ষেত্র সমূহ, গুরুত্ব ও ফযীলত আলোচনা করা হয়েছে। পাশাপাশি অহংকার ও বেয়াদবীর পরিচয়, অশুভ পরিণতি ও তার প্রতিকার উল্লেখসহ বিভিন্ন বিষয়ের আদব; বিশেষত নীতি-নৈতিকতা, উত্তম চরিত্র, পিতা মাতার আদব, ইলম ও উলামায়ে কেরামের আদব অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিস্তারিত দলিলসহ উল্লেখ করা হয়েছে। সংকলনটিতে উল্লেখিত সকল হাদীসের তাখরীজ পাদটিকায় যুক্ত করা হয়েছে। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সোনালী অতীতের কতিপয় আকাবির বুযুর্গ উলামায়ে কেরামের বিনয়ের ঘটনাও সুবিন্যস্ত ভাবে উল্লেখ করা হয়েছে। আলহামদুলিল্লাহ