পাকিস্তানের প্রখ্যাত জ্ঞান-সাধক ও সুবক্তা মাওলানা তারিক জামিল-এর মুখ নিঃসৃত মূল্যবান উপদেশ ও প্রাঞ্জল ভাষায় বর্ণিত ধর্মীয় ঘটনাবলীর কারণে তিনি সারাবিশ্বে ভূয়সী প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার মূল্যবান বয়ান ও নসীহত সম্বলিত বয়ান সমগ্র পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাঠক মহলকে আন্দোলিত করেছে। সেগুলোর মাঝে আলোড়ন সৃষ্টিকারী "বায়ানাতে হজরত মাওলানা তারীক জামীল" শীর্ষক বয়ান সমগ্রটি পাঠক হৃদয়কে অতুলনীয় আকর্ষণে মুগ্ধ করেছে।
তার এই বয়ান সমগ্রটি কুরআন-হাদিসের বিশুদ্ধ আলোচনাসহ বর্তমান বিশ্বের বাস্তবধর্মী বিভিন্ন ঘটনাবলীর সমন্বয়ে সংকলিত হয়েছে। গ্রন্থটি যেহেতু উর্দু ভাষায় রচিত এবং তা সুদীর্ঘ, তাই এর নির্বাচিত অংশগুলোকে কয়েক খণ্ডে বিভক্ত করে, সহজ ও সুন্দর উপস্থাপনায় পাঠকের হাতে তুলে দেওয়ার প্রয়াস চালানো হয়েছে।
এছাড়াও এতে সংযোজন করা হয়েছে কুরআন ও হাদিসের বিশুদ্ধ বর্ণনাসমূহ, যা পাঠকদের জন্য উপকারী ও ফলপ্রসূ হবে বলে আশা রাখি।
বয়ানের মূল বিষয়বস্তু হলো দাওয়াত ও তাবলিগ, যা বর্তমান বিশ্বে মানুষকে
সঠিক পথে পরিচালিত করতে কার্যকরী ভূমিকা পালন করে আসছে। আর
ইসলামের অনুপম আদর্শের প্রতি মানুষকে হেকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করা এবং ইসলামের কল্যাণকর বিষয়গুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার নামই হলো দাওয়াত ও তাবলিগ।