১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
"যার কিছু নেই, তার কিছু হারাবারও ভয় নেই।" এ গল্পের শেষে তোমরা যার সাথে পরিচিত হবে, তিনি ভারত-উপমহাদেশের এমনই উজ্জ্বল এক নক্ষত্র, যিনি জ্ঞান- প্রজ্ঞার এমন সরোবরের অধিকারী ছিলেন, যার অপর প্রান্তের উৎস হচ্ছেন মহামহীয়ান আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে অনায়াসলব্ধ জ্ঞান দান করেছিলেন। যাকে ইলমে লাদুন্নি বলা হয়। সরাসরি আল্লাহ- প্রদত্ত জ্ঞান। উম্মাহর এক ক্রান্তিলগ্নে তিনি উম্মাহ ও মাতৃভূমির জন্য অসামান্য অবদান রেখেছিলেন, যা অস্বীকারের জো নেই। চল তাহলে তার জীবনের কিছু গল্প পড়ে তার সাথে পরিচয়পর্বটা সেরেই ফেলি চোর সামান ফেরত দিয়ে গেল আজ তোমাদের শোনাতে এসেছি এমন একজন মনীষীর গল্প, যার নাম শোনেনি এমন একজন মুসলমানও হয়তো ভারতউপমহাদেশে নেই। ইংরেজবিরোধী আন্দোলনে তিনি ছিলেন সাহসী সেনাপতি। রেশমি রুমাল ও সিপাহী বিদ্রোহ সহ বড় পরিকল্পনার ইংরেজ খেদাও আন্দোলনে তার ছিল অগ্রণী ভূমিকা। গোলামির শেকল ভেঙে ভারতবর্ষের মানুষের মুক্তির জন্য রেখেছেন অসামান্য অবদান। তিনি ছিলেন মুসলিম বিশ্বের মহান নায়ক। এই মহামনীষীর আশ্চর্য কেরামতি ও কারিশমার অসংখ্য গল্প- ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়। এক বইয়ে সব গল্পের সংকুলান হবে না। এমন বর্ণাঢ্য কর্মজীবনের সাথে সাজুয্য রেখে তার জীবনযাপন হবার ছিল প্রভাবশালী নেতাদের মতোই। যারা দামী গাড়ি ও প্রাসাদোপম বাড়ি ছাড়া সমাজে বেমানান। অথচ তার ক্ষেত্রে হয়েছিল উল্টো। তাহলে এই আত্মত্যাগী মহান নেতার দারিদ্র্য। নিষ্পেষিত জীবনযাপনের একটি গল্প শোন। একবার মক্কা মুকাররমায় তার সব সামান চুরি হয়ে গেল। চোরের দল তার ঘর একেবারে ঝেরেপোছে লুটে নিয়েছে। কানা-কপর্দকও রেখে যায়নি। হযরত একসময় টের পেলেন। বিরান ঘরের কারণ জানতে পারলেন। জানার পর কাউকে কিছু বললেনও না। এত বড় একটা বিষয়েও তিনি না একটু বিচলিত হলেন, না হলেন চিন্তিত। এই দুঃসংবাদটি শোনার পর তার ক্রুজোড়ায় কম্পন পর্যন্ত দেখা যায়নি। তিনি এক অন্যরকম অনুভূতি নিয়ে একটি কবিতা আবৃত্তি করলেন, "মা হিচে নাদারেম ও গমে হিচে নাদারেম।" যার কিছু নেই, তার কিছু হারাবারও ভয় নেই। ঘটনাক্রমে ভক্তবৃন্দের চেষ্টায় সব সামান (মালপত্র) ফেরত পাওয়া গেল। আশ্চর্যের বিষয় হলো, তিনি এবারও না এতটুকু খুশি হলেন, যতটুকু দুঃখ তিনি সামানাদি হারিয়ে যাওয়ায় পেয়েছিলেন। তিনি শুধু মুচকি হেসে নিজের সামানপত্র বুঝে নিলেন এবং নিজের প্রয়োজনে ব্যবহারও করতে শুরু করলেন। যেন এমনটাই হবার ছিল।