যাকাত একটি আর্থিক ইবাদত। ইসলামের মৌলিক পঞ্চ স্তম্ভের তৃতীয় স্তম্ভ। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামায ও যাকাত।
কুরআন-সুন্নাহ এবং ইজমায়ে উম্মত দ্বারা যাকাত প্রমাণিত। যে ব্যাক্তি যাকাত অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। আর যে অবহেলা করে যাকাত আদায় করবে না, সে ফাসিক হবে। কুরআন মাজিদে নামাযের সঙ্গে বিরাশি জায়গায় যাকাতের কথা উল্লেখ রয়েছে।
এ বইটিতে যাকাতের ফাযায়েল ও আধুনিক মাসায়েল, দান-সদকা, উশর-খেরাজ, যাকাত সংক্রান্ত চল্লিশ হাদীস সন্নিবেশিত হয়েছে খুবই যত্নের সঙ্গে। বইটির প্রতিটি মাসয়ালা সাজানো হয়েছে বাংলা বর্ণমালা অনুসারে । যাতে পাঠক মহল সহজেই যে কোনো মাসআলা বের করতে পারেন।