7 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 600TK. 318 You Save TK. 282 (47%)
In Stock (only 3 copies left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Related Products
Product Specification & Summary
বর্তমানে উচ্চশিক্ষা, বিশেষ করিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মাধ্যম মাতৃভাষা বাংলায় নির্ধারণ করা হইয়াছে। কিন্তু মাতৃভাষার পাঠ্যপুস্তকের স্বল্পতার কারণে ছাত্ৰ শিক্ষক উভয়গোষ্ঠী বিশেষ অসুবিধার সম্মুখীন হইয়া থাকেন। বাংলা ভাষায় মূল পুস্তকের অভাবে শিক্ষার মান ক্রমশ নিম্নের দিকে নামিতেছে ।
দেওয়ানি আইন ছাত্র-শিক্ষকদের পাঠ্য বিষয়ের পাশাপাশি শিক্ষিত নাগরিকদের প্রয়োজনীয় বিষয়ে সম্যক জ্ঞানদানে সহায়তা করবে। বর্তমান পুস্তকটি আমার মৌলিক কার্য নহে। কারণ আইন যাহা প্রণীত হইয়াছে তাহাই পড়িতে এবং পড়াইতে হয়। দেওয়ানি আইনের উপর বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন লেখকের ব্যাখ্যা প্রদত্ত পুস্তক রহিয়াছে। আমি এই পুস্তকখানা রচনার জন্য বিভিন্ন উৎস হইতে সাহায্য গ্রহণ করিয়াছি। যাহাদের পুস্তক হইতে সাহায্য গ্রহণ করিয়াছি তাহাদের নিকট আমি কৃতজ্ঞতা স্বীকার করিতেছি। পুস্তকখানা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ইসলামী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান ও পাস কোর্সের পাঠ্যসূচি অনুযায়ী যথাসম্ভব সহজ ও সরল ভাষায় ছাত্র/ছাত্রীদের জন্য উপস্থাপনের চেষ্টা করিয়াছি। পুস্তকটি রচনার জন্য আমার ছাত্র/ছাত্রীবৃন্দ সকল সময়ই অনুপ্রেরণা দিয়েছে। তাহাদের সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার সহধর্মিণী ড. সেলিনা আফরোজ এবং আমার সন্তান ইউসুফ জামিল জুম্মা পুস্তকটি রচনার জন্য যে উৎসাহ প্রদান করিয়াছে তাহার জন্য আমি তাহাদের নিকট কৃতজ্ঞ। এ পুস্তকের প্রুফ দেখার জন্য আমার ছাত্র মাহবুব হাসানকে জানাই অশেষ ধন্যবাদ। পুস্তকটি প্রকাশনার দায়িত্ব গ্রহণের জন্য কামরুল বুক হাউস-এর প্রোপ্রাইটর জনাব এস. এম. সরওয়ার হোসেনকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এই পুস্তকখানা আমার দ্বিতীয় প্রয়াস, ইহাতে অযাচিত ও অনিচ্ছাকৃত ভুলত্রুটি থাকা খুব স্বাভাবিক। সেই কারণে আমি সকলের নিকট ক্ষমাপ্রার্থী। পুস্তকখানার সামগ্রিক মান উন্নয়নে ছাত্র/ছাত্রী ও সহকর্মীবৃন্দের যে কোনো সুপারিশ সাদরে গ্রহণ করিব ।