রায়হান আজাদ রচিত রোড টু সাকসেস গ্রন্থটি আমি আদ্যপান্ত পড়েছি। প্রতিটি শব্দ ও বাক্যের যথাযথ ব্যবহার ও মুদ্রণ প্রমাদ থেকে বেঁচে থাকার জন্য যথাযথ পরার্মশ প্রদান করেছি। আলোচ্য গ্রন্থে লেখক অত্যন্ত সাবলীল ভাষায় মানবজীবনে সফলতার জন্য বিভিন্ন তত্ত¡, তথ্য ও উদাহরণ উপস্থাপন করেছেন। তিনি ব্যক্তিজীবন থেকে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মানুষের করণীয় সম্পর্কে কথা বলেছেন। তিনি মানবসমাজে সম্প্রীতি, সহানুভূতি ও সহনশীলতা অর্জনের সূত্র বর্ণনার পাশাপাশি নেতিবাচক কর্মকাণ্ড পরিহারের আহবান জানিয়েছেন।
লেখক বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মহান ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের দীপ্ত চেতনাকে স্মরণ করেছেন এবং এ দেশের সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের কথা বলেছেন। অধ্যয়ন, অনুশীলন, ব্যক্তিগত গুণাবলি অর্জন ও মানবতার সেবায় আত্মনিয়োগের মাধ্যমে একজন মানুষ সফল হতে পারে- এসব সূত্র তিনি হৃদয়গ্রাহী ভাষায় উপস্থাপন করেছেন।