কবিতা হলো মানব জীবনের সারসংক্ষেপ। খ্যাতিমান কবি জিতেন্দ্র লাল বড়ুয়া'র 'অতঃপর আমি' কাব্যগ্রন্থটি সম্পূর্ণ পড়েছি। তাঁর প্রতিটি লেখা বিষয়-বৈচিত্র্যে, শব্দ প্রয়োগে, ছন্দ-নৈপূণ্যে, উপমা কিংবা চিত্রকল্পে স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে ওঠেছে। তাঁর ভাষা যেমন সহজ-সরল, স্বচ্ছন্দ ও স্বতঃস্ফূর্ত তেমনি রচনার কৌশলও প্রশংসার দাবিদার ।
এই মহান কবি কবিতা রচনায় বিশেষ কৌশলী। শব্দের পর শব্দ গেঁথে তিনি তৈরি করেছেন ছন্দময় পংক্তিমালা। তাঁর কবিতা পড়ে মনে হয়েছে তিনি এক দক্ষ শব্দশিল্পী। কলমের খোঁচায় তিনি ফুটিয়ে তুলেছেন হৃদয়ের আকুলতা, কল্পনা ও তাঁর কর্মময় জীবন; ফলে তাঁর কবিতাগুলো হয়ে উঠেছে চিত্ররূপময় কবিতা। সর্বোপরি বলা যায় তাঁর লেখা তাঁর মতো সুদর্শন ও পরিচ্ছন্ন।
কবি জিতেন্দ্র লাল বড়ুয়া একজন আদর্শ শিক্ষক, খ্যাতিমান লেখক ও উন্নত চরিত্রের অধিকারী। তাই মানবিক ও সামাজিক গুণাবলি তাঁর মাঝে বিশেষভাবে লক্ষণীয়। এ কারণেই মনে হয় তাঁর লেখা দেশের কথা বলে, মানবতার কথা বলে। লেখার মাধ্যমে এই মহৎ কবিকে বোঝা যায় স্পর্শ করা যায়।