নৈসর্গিক পিপাসায় ডুবে আছেন শৈশব হতে, লেখক এই গ্রন্থের অক্ষরগুলো কুড়িয়ে নিয়েছেন চলার পথে। শব্দের মর্মমূলে মানুষের দেওয়া আঘাত কিংবা সুখের কথা রয়েছে, লেখায় দেখা যায় উঠতে-বসতে চলতে চলতে কত কি যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে। দেশের মুক্তি সংগ্রামে অস্ত্র হাতে করেছেন লড়াই, লেখক পেরিয়ে এসেছেন অনেক চড়াই-উৎরাই। সময়ের পথ পরিক্রমায় বসবাস টেমস নদীর তীরে, কিন্তু দৃশ্যপটে স্বদেশ সর্বদা ঘুরে ফিরে। কলেজে পড়াকালীন সময় কিংবা সর্বশেষ কোভিড পরিস্থিতি, লেখায় কিছুই যায়নি বাদ বরং শব্দের ঝংকারে গেঁথে নিয়েছেন সকল গীতি। পাঠক অনায়াসে নিতে পারেন বর্ণ দ্বারা ছড়ানো সুঘ্রাণ, সকলেই জানেন পাঠকগণই একটি বইয়ের প্রাণ।