১৯৯০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ এবং আমেরিকার ঘটনাবহুল একাল এবং সেকালের তুলনা, পারিবারিক ও সামাজিক বাস্তবতার চিত্র এবং ভিন্নদেশীয় বাস্তবতার কঠিন পথ ধরে হাঁটতে হাঁটতে একসময় নিজের দেশ হয়ে যায় বিদেশ আর স্বপ্নের আমেরিকা হয়ে যায় আপন ভূমি। কিন্তু দূর সমুদ্রের পারে অবস্থান করেও শেঁকড়ের টানে মনের গহীনে বাসরত দেশমাতৃকার ভালোবাসা ও মমত্ববোধের স্মৃতিগুলোতে বারবার ফিরে আসে কখনো গল্পের রূপায়ণ হয়ে, কখনো বা কবি মাইকেল মধুসূদন দত্তের কাব্য হয়ে- “সতত, হে নদ, তুমি পড় মোর মনে! সতত তোমার কথা ভাবি এ বিরলে; ... বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।”