বাংলাদেশের রংপুরের বদরগঞ্জে বসে সাংবাদিক ও নাট্যকার আশরাফুজ্জামান বাবু, যে অনুসন্ধান নিয়ে দুই বাংলার উত্তরাঞ্চল, অসমের গোয়ালপাড়া অঞ্চলের প্রাণের লোকসঙ্গীত ভাওয়াইয়া নিয়ে কাজ করে চলেছেন, তার যথাযথ মূল্যায়ণ একদিন হবেই। ইতোমধ্যে দুই খÐে প্রকাশিত হয়েছে তার বই ‘ভাওয়াইয়া গানের পরানের বন্ধুরা’। যেখানে বৃহত্তর ভাওয়াইয়া ভূগোলের ২৪৩ জন ভাওয়াইয়া শিল্পীর জীবন ও কর্মকান্ড আলোকিত হয়েছে। বইটি আগামী প্রজন্মের লোকসংস্কৃতি গবেষকদের কাছে নিশ্চিত একটি মূল্যবান উপাদান হিসেবে মান্যতা পাবে।
ফেব্রæয়ারি ১২ থেকে ১৮, ২০২৩ তিনি ভাওয়াইয়া জনপদ ঘুরতে ভারতে এসেছিলেন। সেই ভ্রমণের সূত্রেই তার এই নুতন বইয়ের নির্মাণ পরিকল্পনা। ‘উড়াং বাইরাং’ নামের এই বইটি দুইটি পর্বে বিন্যস্ত। তিনি তার স্বপ্ন আর নির্মাণের গল্পগুলি এক অদ্ভুত মায়াময় ভাষায় বলে গেছেন। আমরা মুগ্ধ হয়ে পাঠ ও ভ্রমণ করবো তার ডায়েরি। লোকসংস্কৃতি চর্চায় একটি সংক্রামক সংযোজন হতে চলেছে নিঃসন্দেহে ‘উড়াং বাইরাং’ গ্রন্থটি।
সুবীর সরকার
কবি, গদ্যকার ও লোকসংস্কৃতি অনুরাগী
পশ্চিমবঙ্গ, ভারত।