Category:দাওরায়ে হাদিস
কিতাবের মূল নাম “ اَلشَّمَائِلُ النَبَوِيَّةُ وَالْخَصَائِلُ الْمُصْطَفَوِيَّةُ”। কিতাবটি জামে তিরমিযীর সংকলক হাফেজে হাদিস আবু ঈসা তিরমিযী র. (মৃত: ২৭৯ হিজরী)-এর এক অনবদ্য সংকলন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব আকৃতি ও জীবন বৃত্তান্ত সংক্রান্ত লিখিত প্রাচীনতম এক ও অদ্বিতীয় কিতাব। কিতাবের লেখক সহিহ হাদিসের আলোকে (কিছু হাদিস ব্যতীত) নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্যের বিশদ বিবরণ তুলে ধরেছেন। এর পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক আকার-আকৃতি, গঠন-প্রকৃতিও উত্তমরূপে বর্ণনা করেছেন। পাঠক যদি মনোযোগসহ কিতাবটি পড়ে, তবে তার কাছে মনে হবে, যেন সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিচরণ করছে।
Report incorrect information