মানুষের জীবন পরিক্রমায় প্রত্যেকেই তার বেড়ে ওঠার পথের বিভিন্ন বাঁকে টুকরো টুকরো সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, আশা, আকাক্সক্ষা, স্বপ্ন, জীবনবোধকে কোনো না কোনোভাবে তার উত্তরসুরীদের কাছে রেখে যেতে চায়। তার একটি উৎকৃষ্ট উপায় হলো লেখনীর মাঝে সেই স্মৃতিকথাগুলি তুলে ধরা। এর জন্য নিজেকে কীর্তিমান অথবা খ্যাতিমান হতে হবে এমন কোনো কথা নয়।
লেখক মোহাম্মদ নবী আলম তার স্মৃতিকথাগুলো প্রকাশের মাধ্যমে নিজের সাধকে সাধ্যে পরিণত করেছেন। অত্যন্ত সহজ, সরল ও সাবলীল ভাষায় কথার মালা সাজিয়ে তিনি তার পরবর্তী প্রজন্মের জন্য তার বেড়ে ওঠার গল্প, পরিবারের কথা, খুনসুটির গল্প, নিজ সন্তানের অর্জন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ছাড়াও বিভিন্ন বিষয়ে তার ভাবনাগুলি মমত্ববোধ ও দায়িত্ব¡বোধ থেকে প্রকাশ করেছেন।
চমৎকার লেখনীর জন্য লেখককে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি।
অধ্যাপক ড. মেহ্জাবীন হক
এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়