Category:চিরায়ত উপন্যাস
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও গল্পলেখক। ধ্রুপদী কথাশিল্পী, নিম্নবর্গের গণমানুষের কথাকার, সজীব জীবনের সচিত্রশিল্প সাধক এমনতর বহুমাত্রিক অভিধায় সম্মানিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের অন্যতম দিক্কাল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনঘনিষ্ঠ লেখনী তাঁকে বাংলা সাহিত্যে অন্যতম মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৮৯৮ সালের ২৩ জুলাই (নানা মতান্তরসহ) জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের অত্যন্ত শক্তিমান এই কশাশিল্পী আমাদের মনে সদা জাগ্রত আছেন তাঁর মৌলিক সৃষ্টিরসের মাধ্যমে। জনপ্রিয় কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। উল্লেখ্য যে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর লোকান্তরিত হলেও বাংলা সাহিত্যে অবিস্মরণীয় অবদান রাখার জন্য তিনি চিরভাস্বর হয়ে থাকবেন।
Report incorrect information