আবার ফিরে এলো সে
শীতের স্নিগ্ধতাকে রুক্ষ করে খবরটা এলো চাইল্ড সাইকোলজিস্ট রাকিব মুখতাসারের কাছে। নৃশংসভাবে খুন করা হয়েছে তার গৃহকর্মী জামিলাকে।
শ্বাসরোধ করে খুন করেই ক্ষান্ত হয়নি খুনি। লাশকে উপর্যুপরি পিটিয়ে প্রমান রেখে গেল পৈশাচিকতার। সুরতহালে বেরিয়ে এলো আরো ভয়াবহ তথ্য। খুনের ধরন মিলে যাচ্ছে প্রায় চল্লিশ বছর আগে চট্টগ্রামের অজপাড়া গাঁয়ে হওয়া পাঁচ -পাঁচটি খুনের সাথে !
পুলিশের পক্ষ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে তিনি নিজেই নেমে পড়লেন তদন্তে।
খুনিকে খুঁজতে গিয়ে যাটোর্ধ্ব মানুষটা হারিয়ে গেলেন স্মৃতির নানান বাঁকে -যেসব স্মৃতিকে তিনি কখনোই মনে করতে চাননি।
পরবর্তী লক্ষ্যে খুনি পৌঁছাবার আগেই পৌঁছাতে হবে তাকে।পারবেন তো ?
Report incorrect information