একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক কোনো ঠুনকো বিষয় নয়। সম্পর্কগুলো লতায়-পাতায় জড়ানো শিকড় সমৃদ্ধ এক বন্ধন। পিতামাতা, সন্তান, ভাইবোন, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী কিংবা পরিচিত অপরিচিত, সব মানুষের সাথে অন্য মানুষের একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক কখনো রক্তের, কখনো আত্মার, কখনো বংশের, কখনো সমাজ কিংবা রাষ্ট্রের। তাছাড়া ধর্মীয় ও মানবিক সম্পর্ক তো আরও বিস্তৃত। প্রতিটি সম্পর্কেরই নিজস্ব গভীরতা ও স্থায়ীত্ব ভেদে নিজ নিজ অধিকার রয়েছে। একজন আদর্শ মানুষের কাছে তা ‘আপনজনের অধিকার’ হিসেবে বিবেচ্য। বিশেষ করে একজন মুসলমানকে আল্লাহর হক আদায়ের পাশাপাশি বান্দার হক তথা অধিকারের ব্যাপারেও সচেতন থাকতে হয়। কারণ এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। বক্ষমান গ্রন্থে কুরআন, হাদিস, আছার এবং সালাফদের বাণী ও আমল থেকে মা-বাবাসহ অন্যান্য আপনজনের অধিকার তুলে ধরা হয়েছে। পারিবারিক মূল্যবোধ ক্ষয় ও সম্পর্ক ভেঙে পড়ার কঠিন সময়ে রক্ত, আত্মা ও দীনের সম্পর্কগুলো ধরে রাখতে বইটি আমাদের জন্য বিশেষ সহায়ক হবে ইনশাআল্লাহ।