অর্জন
আমি শুনেছি ভাষা সৈনিকদের ইতিহাস
আত্মত্যাগি সেই নির্মম পরিহাস
তাজা রক্ত দিয়েছিলো বিসর্জন,
বিনিময়ে সাধের মাতৃভাষা
করেছে তারা অর্জন।
ভোলা কি যায় সেদিনের স্মৃতি
ভাষার জন্য যে দিন জীবন দিয়েছিলো,
এক ঝাক মাতৃ—প্রিয় বাংলার সাথি
কত রক্ত ঝরেছিলো রাজপথে।
বুক পেতে হজম করেছে কত শত গুলি
জীবন দিয়ে রেখে গেছে দেশে,
মায়ের মুখের সহজ সরল বুলি
তোমরাই বলো, কি করে তাদের ভুলি।
আজ আমাদের এই বাংলা ভাষা
শহীদদের দেওয়া উপহার,
মহান ২১শে ফেব্রুয়ারিতে
সালাম তোমাদের শত হাজার বার।
প্রভাত ফেরী শ্রদ্ধাঞ্জলি
সবই তোমার জন্য,
ধন্য, ধন্য, তোমরাই হলে ধন্য।