মিরপুর দশ নাম্বারে এক ব্যাংকারকে নামিয়ে দিতেই রিকোয়েস্টটা পেলাম। প্রায় মধ্যরাতে অনাকাঙ্খিত রিকোয়েস্টে বিরক্ত হলাম। রাত বারোটার আগেই আমাকে ঘরে ফিরে যেতে হয়।
আমার নাম নোমান। আগামী মাসে বয়স চল্লিশ হবে। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আটটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে মাসে যে টাকা রোজগার করি তাতে চার সদস্যের পরিবার নিয়ে ঢাকায় বাস করা বেশ কঠিন হয়ে পড়ে। তাই সন্ধ্যা ছয়টা থেকে উবার চালাই। এই উবার আসায় আমাদের স্বল্প আয়ের মানুষদের জন্য বেশ সুবিধা হয়েছে। এক্সট্রা ইনকাম করা যায়। উবার চালাই রাত বারোটা পর্যন্ত। বারোটার পর বাসায় গেলে আমার স্ত্রী রাগ করে কথা বলা বন্ধ করে দেয়।
মোবাইলটা কানে তুলে নিলাম।
আমি: হ্যাল্লো!
সে: হ্যাল্লো, আমি মিরপুর দুই হার্ট ফাউন্ডেশনের ঠিক সামনে আছি।
আমি: কোথায় যাবেন?
সে: এখনও ফাইনাল ডিসিশন নিতে পারিনি। তবে ফকিরাপুল যাওয়া যায়।