হঠাৎ এসেছিলে তুমি এই জীবনে
পৌষের কনকনে শীতে
এক পশলা বৃষ্টির মতো।
আসোনি তো তুমি
শ্রাবণ মেঘের প্লাবনের মতো
ভাসিয়ে দিতে জীবনের গ্লানি যত।
এসেছিলে তখনই যখন
ফুলে—ফলে ভরে গিয়েছে বাগান
ঠাঁই ছিল না তো আর নূতন বৃক্ষে সাজাবার
তাই ফিরে যেতে হয়েছে তোমাকে বারবার।
নদী যখন ভরে গিয়েছে কানায় কানায়
নৌকা যখন খোঁজে নিয়েছে নিজ ঠিকানার
সময় তো ছিলো না আর পিছনে ফিরে তাকাবার।
দখিনা বাতাসে যখন জেগেছে জেঁায়ার
উপায় ছিলো না যখন খোলার, বন্ধ দুয়ার
পথ ভুলে তুমি এসেছিল আরও একবার।
আকাশে ছিলো যখন জোছনা ছড়ানো
মায়া জড়ানো আলোর খেলা, তখনও আসোনি তুমি
এসেছিলে সেই আলোক জোছনা উপভোগ শেষে।
শরতের নীলাকাশে ভেসে যাওয়া মেঘের ভেলা
দেখে দেখে কাটানো সময়েও আসোনি তুমি
এসেছিলে আলো আঁধারে যবে ঘরে ফেরার পালা।
তুমি চলে গিয়েছ পথিক তোমারই পথের পরে
চলে গিয়েছ তুমি সময়ের হাত ধরে।
ভুলে থাকা যায় না তোমায় স্মৃতিগুলো শুধুই বারবার মনে পড়ে।
হঠাৎ এসে ফিরে যাওয়া তোমার তরে
অনুভবে কেবল শূন্যতা বিরাজ করে
স্মৃতির উঠোন জুড়ে।