গুপ্ত ফাইলের কাজ
একই সাথে আটত্রিশ ক্যালিবারের রিভলভার দুটো গর্জে উঠল। মাটির নিচে ঘরের দেওয়ালগুলো কেঁপে কেঁপে উঠল। তারপর স্তব্ধতা। জেমস্ বন্ডের নিজের ওপর বিশ্বাস ফিরে এসেছে। মনে পড়ছে তার আশ্চর্য ক্ষিপ্রতায় গুলি ছোঁড়ার কথা। কোল্ট ডিটেক্টিভ স্পেশাল-এর চেয়ার খুলে সে অপেক্ষা করতে লাগল।
ইন্স্ট্রাক্টর এগিয়ে এল বন্ডের কাছে। তার এক হাতে একটা লোকের শরীরের ওপরের আধখানা অংশের শিল্যুট ছবি। অন্য হাতে পোস্টকার্ড সাইজের ‘পোলারয়েড' ফিল্ম। সেগুলো সে বন্ডের হাতে দিল। ম্যাগনিফাইং গ্লাসটা চোখের সামনে তুলে বন্ড ফটোটার ওপর ঝুঁকে পড়ল। দেখল সেই ছবিতে তার ডান হাত ঘিরে সাদা সাদা ঝলসানো দাগ। ফ্ল্যাশ-লাইট দিয়ে ঠিক গুলি ছোঁড়ার মুহূর্তে ছবিটা তোলা। সে আরো দেখল তার হৃৎপি-ের ঠিক মাঝখানে একটা আলোর বিন্দু। খুশি হয়ে ইন্সট্রাক্টার বলল, ‘পেটের বাঁ দিকে ঢুকে পেছন দিয়ে গুলিটা বেরিয়ে গেছে।' একটা পেনসিল বের করে টার্গেটের ওপর কি-সব সে লিখল। তারপর বলল, ‘কুড়ি রাউন্ড। আমাকে তাহলে দেবেন ছিয়াত্তর।'