চিন্তার জগতে জহিরুল ইসলাম রচিত `মূর্তি ও ভাস্কর্য : বয়ান—প্রতিবয়ান' গ্রন্থটি সাম্প্রতিক সময়ে একটি আলোড়িত নাম। দীর্ঘকাল ধরে ‘মূর্তি ও ভাস্কর্য’ বিষয়টি নিয়ে আমাদের দেশের আলেমসমাজ এবং ধর্মনিরপেক্ষতাবাদী বুদ্ধিজীবী মহলে বিতর্ক বিদ্যমান। একদল পক্ষে, অন্যদল বিপক্ষে। অথচ নির্মোহভাবে বিচার করলে দেখা যায় যে, বিষয়টি ইসলামের সাথে সাংঘর্ষিক। কুরআন—হাদীসে বিষয়টিকে সম্পূর্ণ হারাম বা নাযায়েজ ঘোষণা করলেও গায়ের জোরে কেউ কেউ হারামকে হালাল প্রমাণের দুঃসাহস দেখাচ্ছে। এমনকি কুরআন—হাদীসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বর্তমান বিশ্বে মূর্তি ও ভাষ্কর্যের ব্যবহার সর্বত্রই লক্ষ্য করা যায়। বিষয়টি নিয়ে বর্তমান সময়ে পাশ্চাত্য ধারার ধর্মনিরপেক্ষতাবাদী একশ্রেণির বুদ্ধিজীবী ইসলাম বিদ্ধেষী বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই বিষয়টির সুরাহা হওয়া জরুরি। এর বিরুদ্ধে ওলামায়ে কেরামের পক্ষ থেকে দলিলভিক্তিক সমৃদ্ধ কোনো রচনা গ্রন্থকারে পাওয়া যায়নি। অথচ পাঠক মহলে এ বিষয়ে তথ্য—উপাত্তনির্ভর গ্রন্থের ব্যাপক চাহিদা রয়েছে। এ উপলব্ধি থেকে ‘মূর্তি ও ভাস্কর্য’ বিষয়ক পাণ্ডুলিপিটি আমাদের হাতে আসার পর আমরা উক্ত বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। পাণ্ডুলিপিটি সম্পাদনার জন্য বহুগ্রন্থ প্রণেতা, বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ মূসা সাহেবকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি অক্লান্ত পরিশ্রম করে পাণ্ডুলিপিটি মানসম্মত ও গ্রহণযোগ্য করে তুলেছেন। তিনি এ গ্রন্থের প্রারম্ভে যুক্তির আলোকে একটি মুখবন্ধ যুক্ত করেছেন। আশা করা যায়, বইটি পাঠক মহলে ব্যাপক সমাদৃত হবে এবং তা পাঠে ‘মূর্তি ও ভাস্কর্য’ বিষয়ে আমাদের সমাজে বিদ্যমান বিতর্কের অবসান ঘটবে।
Jahirul Islam, জন্ম ৩০শে মে ১৯৬৯; পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে। বাবা আনছার উদ্দিন আহমেদ, মা পিয়ারা বেগম। পেশা সাংবাদিকতা। দৈনিক জনকণ্ঠ, আমার দেশ, সকালের খবর, সময়ের আলোসহ বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদনা বিভাগে কাজ করেছেন তিন দশকেরও বেশি। বর্তমানে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় প্রধান সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত। জহিরুল ইসলাম মূলত শিশুসাহিত্যিক। তিনি বিশ্বাস করেন, শিশুমনে ভালো কিছু গেঁথে দিতে পারলে তার রেশ থেকে যায় আজীবন। ছোটোগল্প, শিশু-কিশোর উপযোগী গল্প, উপন্যাস, জীবনী রচনা ও অনুবাদসহ ছোটোদের পাঠোপযোগী সব ধরনের প্রকাশনার এক আলাদা ভুবন গড়ে তোলার উদ্দেশ্য রয়েছে তার। এ লক্ষ্যেই বিভিন্নমুখী তার লেখালেখির জগৎ। জহিরুল ইসলামের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে : বাংলা ভাষা ও বানানের সহজপাঠ, বারো রকম বিজ্ঞান, বাংলাদেশের লোকপ্রিয় খেলাধুলা, কীর্তিমানদের মজার কাণ্ড, কুরআনের গল্প, একালের নীতিকথার গল্প, পঞ্চতন্ত্রের গল্প, শিশুতোষ উপন্যাস কুয়াশা ঢাকা দিন, ছোটোদের গল্পের বই লাল সবুজের গল্প, এক যে ছিল হরিণছানা, পরির নাম নিকিতা, যাদুর তীর, ছয় ঋতুর দেশ, লাল গাছের অহংকার, জীবনীগ্রন্থ স্টিফেন হকিং, নিউটন ইত্যাদি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০।