আজিজ ইবনে গণি সম্পাদিত বই 'একুশ আমার অহংকার' একটি প্রশংসীয় বই। যেখানে সন্নিবেশিত হয়েছে শুধু একুশ নিয়ে কবিতা, ছড়া এবং প্রবন্ধ। নবীন প্রবীণ কবি, সাহিত্যিকদের খুব সুন্দর সুন্দর লেখা নিয়ে বইটি। প্রতিটি পাতায় রয়েছে মনোমুগ্ধকর ডিজাইন। বইটি লিখেছেন দেশ বিদেশের ৬২ জন কবি সাহিত্যিক। একেকজন কবির একাধিক লেখা জায়গা করে নিয়েছে বইটিতে। বইটি পাঠে নিশ্চয় অভিভূত হবেন, একুশ প্রেম জাগ্রত হবে। অবশ্য বইটি সংগ্রহে রাখার মত একটি বই।