Category:অনুবাদ উপন্যাস
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
জ্বর নিয়ে বিছানায় পড়ে আছি। না, সাংঘাতিক কিছু নয়। বলতে গেলে তেমন কিছুই নয়। সেজন্যেই আমাকে একলা রেখে যাওয়া হয়েছে। হঠাৎ করে জ্বরটা বেড়ে গেলে কী হবে, তাই ভাবছি। হয়ত মরেই যাব। আমার বন্ধুদের জন্য ব্যাপারটা অবশ্য একটু কষ্টদায়ক হবে। আমার অনেক অনেক বন্ধু এবং আমি বেশ জনপ্রিয়। আমি মরে গেলে কালকের খবরের কাগজ কী লিখবে, সেটাও একটা কথা বটে! আমাকে পাশ কাটিয়ে যাওয়া তো আদৌ সম্ভব নয়। 'ট্রিবিউন' কাগজ হয়তো প্রথম পাতায়ই খবরটা ছাপবে; সঙ্গে ছোট্ট ছবি। হেড লাইন হবে : সরদার খুশবন্ত সিংয়ের মহাপ্রয়াণ। তারপর নিচে বিশেষ বিবরণী:
'আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সরদার খুশবন্ত সিং গতকাল সন্ধ্যা ৬ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিধবা স্ত্রী, দু'টি শিশু সন্তান এবং অগণিত বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্য যে, প্রায় পাঁচ বছর আগে সর্দারজী তাঁর নিজ বাসভূমি দিল্লি ছেড়ে লাহোর এসে বসতি স্থাপন করেন। এই স্বল্প সময়ে তিনি আইনজ্ঞ ও রাজনীতিজ্ঞ মহলে প্রচুর সম্মান ও সুনাম অর্জন করেন। তাঁর অকাল মৃত্যু সমগ্র প্রদেশের সুধী মহলে গভীর শোকের ছায়া ফেলেছে।
Report incorrect information