1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 820TK. 739 You Save TK. 81 (10%)
Related Products
Product Specification & Summary
বদরুদ্দীন উমর রচনাবলী খণ্ড ৮-এ মার্কসীয় দর্শন ও অন্যান্য প্রসঙ্গ (উমর ১৯৮৫ গ), বাঙলাদেশের কৃষক ও কৃষক আন্দোলন (উমর ১৯৮৫ ঙ) এবং বাঙলাদেশে আর্থ-সামাজিক পরিবর্তনের ধারা (উমর ১৯৮৭ খ) - এই তিনটি গ্রন্থ সঙ্কলিত হয়েছে।
মার্কসীয় দর্শন ও অন্যান্য প্রসঙ্গ (উমর ১৯৮৫ গ) গ্রন্থে মার্কসীয় দর্শন ও এর ফলিত সৃষ্টিশীলতা তথা Ñ সমাজতান্ত্রিক আন্দোলনের সমস্যা; সমাজতান্ত্রিক দেশের বৈদেশিক নীতি; শিল্প সাহিত্য, সংস্কৃতিতে মার্কসীয় সৃজনশীলতা এবং এতে বুদ্ধিজীবীদের ভূমিকা ইত্যাদি প্রসঙ্গ আলোচিত হয়েছে। মার্কসীয় দর্শন অনুশীলন ও তত্ত্বচর্চার ক্ষেত্রে গ্রন্থটি গুরুত্বপূর্ণ।
মার্কসীয় দর্শন সম্পর্কিত উমরের অপর গ্রন্থটির নাম বাঙলাদেশে মার্কসবাদ (উমর ১৯৮২ খ) যা রচনাবলীর খণ্ড ৬-এ সঙ্কলিত হয়েছে। মার্কসবাদ অনুশীলনের মাধ্যমে কীভাবে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক চেতনা বাঙলাদেশে বিকশিত হবে, মূলত সে পর্যালোচনা করা হয়েছে গ্রন্থটিতে।
মার্কসীয় দর্শন ও সংস্কৃতি (উমর ১৯৮৬ ক) নামের সঙ্কলনটি কলকাতা থেকে প্রকাশিত হয়েছে Ñ এটি উমরের বিভিন্ন গ্রন্থ থেকে চয়িত প্রবন্ধ সঙ্কলন বিধায় রচনাবলীতে অন্তর্ভুক্ত হবে না।
কৃষক আন্দোলনের বিষয়ে এদেশে গ্রন্থের অভাব রয়েছে। যে সব বই পাওয়া যায় এর মধ্যে উমরের বাঙলাদেশের কৃষক ও কৃষক আন্দোলন (উমর ১৯৮৫ ঙ) বিশেষভাবে উল্লেখযোগ্য। খাস জমি আন্দোলন, গ্রামীণ রাজনীতি, ভূমি সংস্কার, কৃষক আন্দোলন,
কৃষক সংগঠন, কৃষক আন্দোলনের সাথে গণ আন্দোলনের সম্পর্ক, গ্রামে কৃষকদের অবস্থা, ভারতের কৃষক ও কৃষক আন্দোলন ইত্যাদি কৃষকের স্বার্থ রক্ষাকারী বিষয়গুলি এ গ্রন্থে আলোচিত হয়েছে। উমর লিখেছেন, ‘বাঙলাদেশের কৃষক ও কৃষক আন্দোলনের সকল দিক আলোচিত না হলেও এগুলির (গ্রন্থভুক্ত প্রবন্ধগুলির Ñ সম্পাদক) মাধ্যমে পাঠকরা আজকের বাঙলাদেশের গ্রামাঞ্চল ও কৃষক সমস্যার সঙ্গে কিছুটা পরিচিত হতে সক্ষম হবেন বলেই আশা করি।’ (উর:৮:১০৭)
বাঙলাদেশে আর্থ-সামাজিক পরিবর্তনের ধারা (উমর ১৯৮৭ খ) গ্রন্থের বিষয়বস্তু সম্পর্কে উমর লিখেছেন, “এই প্রবন্ধ সঙ্কলনটিতে যে প্রবন্ধগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলির রচনাকাল ১৯৭২ সাল থেকে ১৯৮৬ সাল। বাঙলাদেশ একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানকার আর্থ-সামাজিক এবং সেই সঙ্গে রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে সব পরিবর্তন ঘটেছে এবং বুর্জোয়া শোষণ-শাসন ব্যবস্থার মধ্যে যে সংকট সৃষ্টি হয়েছে ও বিকাশ লাভ করেছে তার একটা মোটামুটি ধারণা এই প্রবন্ধগুলির মাধ্যমে পাওয়া যাবে।” (উর:৮:২৭৩)