নীলিরা নতুন এসেছে এই পাহাড়ী এলাকায়৷ সব শুনলে বা বুঝলেও সে কথা বলতে পারে না৷ বাবা মায়ের এটা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই৷
নীলির বাবা আরিফ বনবিভাগের সৎ কর্মকর্তা৷ এই সততাই কাল হয়ে দাঁড়ালো৷ নীলিকে দুষ্টু লোকেরা নিয়ে গেল কিডন্যাপ করে৷ ওর বাবা মা হন্যে হয়ে খুঁজছেন মেয়েকে, পাচ্ছেন না৷
তাদের সাহায্য করতে আসলেন আরেকজন বন কর্মকর্তা৷ শুরু হলো নীলির খোঁজ৷ শুধুই কি নীলির খোঁজ? নাকি অন্যকিছুর খোঁজ করছে আরও কিছু মানুষ?
নীলিকে বেঁধে রাখা হয়েছে একটা ঘরে৷ হঠাৎ করে ওর মাথার ভেতরে কেউ কথা বলে উঠল, "এই নীলি তোমাকে ওরা বেঁধে রেখেছে কেনো? তোমার চোখ নীল কেন?"
নীলি মনে মনে বলল, "তুমি কে? তুমি মাথার ভেতরে কী ভাবে কথা বলো?"
রহস্যময় কন্ঠ বলল, "আমি বিগফুটের বাচ্চা...!"