সুস্থ, সৃজনশীল সাহিত্য চর্চায় সাহিত্য প্রেমীদের সারথি হয়ে ফেসবুক ভিত্তিক গ্রুপ সাহিত্য ব্যঞ্জন এর জন্ম। সব সময় বিভিন্ন আয়োজনের মাধ্যমে প্রতিনিয়ত সৃজনশীল সাহিত্য প্রেমীদের অনুপ্রাণিত করছে সাহিত্য ব্যঞ্জন। তারই ধারাবাহিকতায় এবার যাত্রা শুরু করল “ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী সাহিত্য ব্যঞ্জন”। এ সাময়িকীতে স্থান পেয়েছে গ্রুপে পোস্টকৃত মান সম্মত গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি। এটি সাহিত্য ব্যঞ্জনের ১ম বর্ষ ১ম সংখ্যা।
সাহিত্য ব্যঞ্জনের এক ঝাঁক সাহিত্য প্রেমীদের সাথে নিয়ে এ জয়যাত্রা অব্যাহত থাকবে এই প্রত্যাশা এবং সবাইকে সাহিত্য ব্যঞ্জনের সাথে থাকার আমন্ত্রণ রইল।