বইটিতে একজন দায়িত্বশীল পিতা তার পুত্রকে মানুষের মতো মানুষরূপে গড়ে তোলার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন। সময়ের বাস্তবতায় চারপাশের শিশুপরিবেশ যেভাবে কলুষিত হচ্ছে তা দেখে ঐ বাবার মধ্যে কিছু তাড়না মাথাচাড়া দিয়ে উঠে। পুত্রকে সত্যিকার মানুষ হিসেবে তৈরি করার তার দায়িত্বশীলতা দূর থেকে যেন নতুন মাত্রা লাভ করে।