মানবজাতির বিবেক যখন নিষ্ক্রিয় কিংবা দায়িত্বহীনতায় নিমজ্জিত হয়ে পড়ে তখন প্রবৃত্তি তার উপর সদর্পে প্রাধান্য বিস্তার করে। পৃথিবীর তাবৎ অসৎ কাজ, অবিচার ও অন্যায় সিদ্ধান্তের পেছনে বিবেকের নিষ্ক্রিয়তা কিংবা দুঃখজনক অপব্যবহারই দায়ী।
বৈশ্বিক সমাজ ব্যবস্থায় ব্যক্তিগত ও সম্মিলিত উভয় ক্ষেত্রেই বিবেকের বিভোর ঘুম উদ্বেগের সাথে লক্ষ্যণীয়। সে যেন জাগছেই না, কাজই করছে না। এক্ষণে মানুষের মধ্যে ঘুমিয়ে কিংবা ঘুমের ভানে নিষ্ক্রিয় থাকা এ বিবেক জাগানো প্রয়োজন।