কবিতার বিষয় প্রেম, সমাজ, রাজনীতি, দেশচেতনা ও বিশ্বচেতনা, ব্যক্তি, পরিবার, ঐতিহাসিক ঘটনা ও জাতীয় ব্যক্তিত্ব-পাঠকের পরিচিত সবই। তবে কবি আশিক আজিজের 'সময় গোনা হয়নি' কাব্যগ্রন্থে শব্দের দ্যোতনায়, নতুন ব্যঞ্জনা সৃষ্টি হয়ে বিষয়গুলো অভিনবত্ব ও তাৎপর্য পেয়েছে।
কবিতার ভাষার নিজস্ব একটি প্রকৃতি রয়েছে, যা সমকালের মুখের ভাষা ও নতুন শবে প্রতিফলিত। আশিক আজিজের প্রতিটি কবিতায় এই বাস্তবতার রূপ ফুটে উঠেছে।