মানব সভ্যতার সূচনাকাল থেকেই মানুষ কোনো ঘটনাকে ব্যাখ্যাতীত ভেবে সন্তুষ্ট থাকেনি, মানুষ চেষ্টা করেছেন তার চারপাশে বিরাজমান বিশ্বের সবকিছুর আদি অন্তের অন্তর্নিহিত কারণ ও নিয়ম-নীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে। এখনো অনেকেই জানতে চায়, এ জগত একদিন ধ্বংস হয়ে যাবে না যেমন আমরা দেখছি তেমনি থাকবে? কখন কীভাবে এর পরিসমাপ্তি ঘটাবে? এগুলো মানব মনের অনন্ত জিজ্ঞাসা। লেখক আলোচ্য গ্রন্থে কুরআন এবং হাদীসের আলোকে এ জগতের পরিসমাপ্তি তথা কিয়ামত সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন।