শায়খুল ইসলাম জাস্টিস আল্লামা তাকী উসমানীর বিভিন্ন প্রবন্ধ থেকে গ্রন্থটি বিন্যাস করেছেন বাংলাদেশের খ্যাতিমান আলেম মুফতী মুহাম্মদ তৈয়্যেব হোসাইন। রহমত, বরকতের অবারিত ধারায় আল্লাহকে পাওয়ার সুযোগ তৈরি হয় রমযানে। বইটিতে রমযানের ফাযায়েল, মাসায়েল ও আহকামে রমযান সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।