ইকিগাই একটি জাপানি শব্দ। এই শব্দটি মানুষের কাছে খুবই রহস্যময় ও চমকপ্রদ। জাপানি ভাষায় ‘ইকি’ মানে জীবন ‘গাই’ মানে দাম বা মূল্য। অর্থাৎ ইকিগাই হলো এমন এক আদর্শ যা কিনা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য খুঁজে পাওয়ার ওপর গুরুত্ব আরোপ করে। আর এই ইকিগাই এর রহস্য উম্মোচন করতেই আমরা প্রজেক্ট হাতে নিয়েছিলাম। আমরা লেখকদ্বয় একে অপরের লেখা পড়েছি কিন্তু কখনও দেখা হয়নি।
বার্সেলোনা থেকে কয়েক হাজার মাইল দূরে অবস্থিত টোকিও জাপানের রাজধানী। তারপরেও আমাদের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক হয়েছিল এবং আমরা যোগাযোগ রাখতাম, ফলে এমন একটি বন্ধুত্বের সূচনা হলো যা এই প্রজেক্টের দিকে পরিচালিত করে।
পরেরবারের মতো আমরা একত্রিত হলাম এক বছর পর। আমরা টোকিওর একটি পার্কের মধ্য দিয়ে হাঁটছিলাম এবং পশ্চিমী মনোবিজ্ঞানের ধারাগুলো নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে লেগোথেরাপি নিয়ে, যা মানুষকে জীবনের উদ্দেশ্যে খুঁজে পেতে সাহায্য করে।