ড. আহমদ আবদুল কাদের লিখেছেন ‘আধুনিক যুগে খেলাফত রাষ্ট্রব্যবস্থা’ বইটি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদীনা রাষ্ট্রের পর সাহাবায়ে কেরামের হাতে যে খেলাফত রাষ্ট্রের উম্মেষ ঘটেছিল, সেই রাষ্ট্র পরিক্রমাকে সামনে রেখে আধুনিক যামানার খেলাফত ব্যবস্থার বিশ্লেষণ করেছেন লেখক এ বইয়ে।
খেলাফত ব্যবস্থার বাইরে আসলে জাতি-ধর্ম-বর্ণ-এর কোনো মুক্তি নেই। মানুষের মুক্তি আন্দোলনের অংশ হিসেবেই এই বইটি গুরুত্বপূর্ণ। আধুনিক যুগে খেলাফত রাষ্ট্রব্যবস্থা-গ্রন্থে ড. আহমদ আবদুল কাদের নিজেই লিখেছেন, খেলাফত সম্পর্কে আজ নানা ঐতিহাসিক কারণে বিভিন্ন মহলে ভুল ধারণা সৃষ্টি হয়ে আছে। আর যারা খেলাফত কায়েমে আগ্রহী তাদের মধ্যেও এ সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা নেই। এসব ভুল ধারণা ও অস্পষ্টতা দূরার জন্যই এই বইটির অবতারণা।