জসীম উদ্দীন পল্লীকবি; গ্রাম বাংলার নিজস্বতার কবি। তাঁর কাব্যে যেমন কবির পল্লীপ্রীতি প্রকাশ পেয়েছে তেমনি পল্লীশ্রীও ফুটে উঠেছে। তাঁর কাব্য পল্লীর মানুষের মতই সহজ, সরল ও আন্তরিক এবং পল্লী প্রকৃতির মতই সজীব ও সতেজ। তাঁর কাব্য পাঠককে গ্রাম বাংলার ঐতিহ্য ও স্বকীয়তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়; বাঙালির শেকড়ের সন্ধান দেয়। তাঁর কাব্যের বিষয় বাংলার লোক জীবন, লোক সাহিত্য এবং লোক ঐতিহ্য। এদিক থেকে বাংলার মঙ্গলকাব্য ও 'মৈমনসিংহ গীতিকা'র সঙ্গেই তাঁর কাব্যের আন্তরিক মিল খুঁজ পাওয়া যায়। সে কারণে অনেক সমালোচক কবিকে গ্রাম্য গাথা কাব্য রচয়িতার অধিক সম্মান দিতে চান না। তাঁর অর্থ তাঁকে তাঁরা আধুনিক কবি বলে স্বীকার করতে কুণ্ঠিত। এটা খুবই দুঃখজনক।