1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 200TK. 179 You Save TK. 21 (11%)
Related Products
Product Specification & Summary
কবি'র বন্দনায় 'শৈল-কিরীটিনী, নদী-মালিনী, বনানী-কুন্তলা' আর বিশ্ববাসীর স্বপ্ন, নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি প্রাচ্যের রাণী চট্টগ্রাম। চট্টগ্রাম নামের উৎপত্তির সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তী হল, 'প্রাচীনকালে চট্টগ্রাম জ্বীন-পরীদের আবাসস্থল ছিল।' বারোজন আউলিয়া একদা এ সবুজ দেশে এসে উপস্থিত হন। এ জ্বীন- পরীদের বিতাড়িত করতে তারা চাটি জ্বালান এবং চাটির আলোতে জ্বীন-পরীরা পলায়ন করে। এভাবে জ্বীন-পরীদের বিতাড়িত করে আউলিয়াগণ এ সবুজ দেশকে মানুষের বসতির উপযোগী করেন। সেই চাটি থেকে এ এলাকার নাম হয় 'চাটিগাঁ'। প্রসঙ্গত উল্লেখ্য যে, স্থানীয় ভাষায় চাটি অর্থ চেরাগ বা প্রদীপ। শহরের জামালখান এলাকায় 'চেরাগী পাহাড়' নামে একটি উঁচু মাটির স্তূপের নামই চেরাগী পাহাড়। বিখ্যাত জাতিতত্ত্ববিদ কর্নেল উইলফোর্ড চট্টগ্রামকে 'পুষ্পপুর' নামে অভিহিত করেন। তবে খ্রিষ্টীয় ১০ম শতকের মধ্যবর্তীকালের আগে চট্টগ্রাম নামের অস্তিত্ব ছিল না। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের পরিব্রাজক ও পণ্ডিতবর্গ এবং চট্টগ্রামের শাসকগণ চট্টগ্রামকে বিভিন্ন নামে আখ্যায়িত করেন।