আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
সাধারণত কোনো গল্পের বইয়ে এই ধরনের ভূমিকা থাকে না। তবে এই বইটির ক্ষেত্রে দু-একটি কথা না বললেই নয়। আর তাই অল্প কথায় এর সম্পর্কে দু-একটি কথা বলছি। লেখক আমার বাবা। আমার উৎসাহেই মূলত তিনি এই লেখাগুলো লিখেছেন। তবে আমার বাবা সবসময় ছিলেন একজন সিরিয়াস পাঠক। তার পড়ার নেশা আমার মাঝেও সংক্রামিত হয়েছে।
আমার মা ইন্তেকাল করার পর আমার বাবা খুব একা হয়ে যান। আর তাই একাকিত্ব কাটাতে তাকে লেখালেখির পরামর্শ দেই। তিনি কয়েকটি লেখা যায়যায়দিন ম্যাগাজিনে পাঠালেন। তা ছাপাও হয়ে গেল। আর লেখাতে তাঁর উৎসাহ বেড়ে গেল কয়েক গুণ। এখন আমার বাবার বয়স প্রায় আশি। তিনি যখন লেখা শুরু করেন তখন তার বয়স ছিল সত্তর।
এই বইয়ের প্রথম লেখাটি গল্প নয়, একটি আত্মজীবনীমূলক রচনা। আসলে তাঁর আত্মজীবনীটি একটি বই হিসেবে প্রকাশের ইচ্ছে ছিল কিন্তু তার স্বাস্থ্য ভালো না থাকায় সম্ভব হয়নি। তাই তাঁর রচিত অন্যান্য গল্প ও লেখা এই বইয়ে সংযোজন করা হয়েছে।
আবদুল্লাহ জাহিদ