রবীন্দ্রনাথ ঠাকুর ও জগদীশচন্দ্র বসু
রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) জীবনে প্রথম বন্ধু হিসেবে যাঁর আবির্ভাব তিনি হচ্ছেন, বিজ্ঞানাচার্য স্যার জগদীশচন্দ্র বসু (১৮৫৮-১৯৩৭)। রবীন্দ্রনাথের এক লেখা থেকেই এ তথ্য জানা গেছে। রামানন্দ চট্টোপাধ্যায়-এর (১৮৬৫-১৯৪৩) প্রসিদ্ধ পত্রিকা 'প্রবাসী'-তে ১৩৩৩ সনের জ্যৈষ্ঠ-সংখ্যা থেকে রবীন্দ্রনাথকে লেখা জগদীশচন্দ্র বসুর পত্রাবলি ধারাবাহিকভাবে প্রকাশের সিদ্ধান্ত হলে রবীন্দ্রনাথকে একটি 'মুখবন্ধ' লিখে দিতে অনুরোধ করা হয়। রবীন্দ্রনাথ 'পত্র-পরিচয়' শীর্ষক একটি ক্ষুদ্র নিবন্ধ লিখে দেন। উভয়ের সম্পর্ক আলোচনায় এ নিবন্ধটির গুরুত্ব অপরিসীম।