ভদ্র ভাষায় আমরা যাহাকে রাখালী গান বলি, গ্রামদেশে সে গানকে রাহালী গান বলে। রাহে রাহে অর্থাৎ পথে পথে এ-গান গাওয়া হয় বলিয়া এ-গানকে রাহালী গান বলে। ইহা এক প্রকার বিলম্বিত লয়ের টানা সুরের গান। বাংলাদেশের সকল জেলায়ই এই গানের প্রচলন আছে। জারি গান, কবি গান, বিচ্ছেদ গান প্রভৃতি অধিকাংশ গান কোন না কোন ধর্মীয় কাহিনী বা রূপকের সহিত জড়িত। কিন্তু বারোমাসী গানে, মুসলমানী বিয়ের গানে, রাখালী গানে একমাত্র বাস্তব জীবনের ঘটনাকে বেশি প্রাধান্য দেওয়া হইয়া থাকে।
Report incorrect information