আপনিই এ বইটির লেখক। প্রধান চরিত্র আপনার ক্ষুদে সন্তান। ওর আগমনী বার্তা থেকে শুরু করে প্রথম ডাক, এলোমেলো পা ফেলা কিংবা মিষ্টি হাসি -- প্রথম, প্রিয়, অপূর্ব সব স্মৃতি এর বিষয়। গল্পগুলো বলা হবে শব্দে আর ছবিতে। বইটি লেখা শেষ হলে পড়তে দিতে পারেন আপনার বন্ধু, পরিজন কিংবা অন্য যে কাউকে। তবে বইটি দেখে যে পাঠকটি বিস্ময়ে সবচেয়ে বেশি বিহŸল হবে, লাজুক হাসিতে হবে আত্মহারা, সে হয়তো পড়বে আরো পরে, একটু বড় হলে।