মাহবুব হাসান (জন্ম ১৯৫৪] সাত-এর দশকের একজন সব্যসাচী লেখকই কেবল নন, তাঁর চিন্তাধারা নতুন যে ধারাস্রোতের জন্ম দিচ্ছে, এ বইয়ে সন্নিবেশিত গদ্য-ভাষ্য তার কিছুটা ধারণ করেছে। এটা মনে রাখা কর্তব্য যে, সময় যেমন গড়িয়ে চলে, তেমনি বিবর্তিত হয় কবির চৈতন্য। মাহবুব হাসান সেই শ্রেণীর. কবি-গদ্যশিল্পী, যাঁর হাতে গদ্য যেমন মুক্তি পায় মেদাসক্তি হতে তেমনি তাঁর কবিতা নতুন বীক্ষার আকাশ-নীলিমার তোরণ নির্মাণ করে। আসুন, পড়ে দেখা যাক, এ বইয়ে কী কথা বলেছেন তিনি। আর তাঁর কবিতাও পাঠকের রুচিকে নতুন স্বাদে তৃষিত করে তুলবে- যদি তারা সেই কবিতার উৎস সরোবরে একবার অবগাহন শুরু করেন। মূলত তাঁর কবিতা ও গদ্য পরস্পরের মধ্যে এমন এক Intertextuality নির্মাণ করেছে যা বাংলা কবিতায় বিরল।