"নোঙরে নিয়তির হাত" বইটিতে লেখা ফ্ল্যাপের কথা:
ডাক্তার ইব্রাহিমের মন খারাপ। এটা কোনাে ঘটনা না, তার মন সারাবছরই খারাপ। তবে আজকের খারাপটাই ঘটনার পর্যায়ে পৌঁছে গেছে। আজ সে একটা ভিন্ন রকম ভাবনায় আক্রান্ত। ভাবনার মাঝামাঝি এসে নিজেকে দার্শনিক দার্শনিক লাগছে। কী দরকার ছিল এত টাকার? এক জীবনে কত টাকার প্রয়ােজন? সে তার বাবার কথাই ভাবছে। তার বাবা রহমত আলী ছিলেন মফস্বল শহর ফেনীর একজন নামজাদা উকিল। ওকালতি পেশার মাহাত্ম হলাে যত বেশি নামডাক ততবেশি টাকা। নামকরা উকিলদের আর একটি বিশেষ বৈশিষ্ট্য হলাে, এরা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলে প্রমাণ করার বিশেষ ক্ষমতা নিয়ে জন্মায়।