'মত ও মতান্তর' নামক এ-গ্রন্থে স্থান পেয়েছে ষোলোটি প্রবন্ধ; এর মধ্যে বেশ কটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উপজীব্য করা হয়েছে। বর্তমান বাংলাদেশে 'বুদ্ধিজীবী' এবং 'সুশীল' নামক দুটো গোষ্ঠী (বা সমাজ)ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে; এ-গ্রন্থে আমি ওই দুটো গোষ্ঠীকে ‘শিক্ষক’, ‘ডাক্তার’, ‘সাংবাদিক’–প্রভৃতি পেশাজীবীর মতো একটা নতুন 'পেশাগোষ্ঠী' হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করেছি।