আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
কবি পরিচিতি
অনেকগুলো প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থ রচয়িতা মাস্টার শাহ আলম ১৯৫৫ সালের ৪ঠা সেপ্টেম্বর কক্সবাজার জেলার অন্যতম উপজেলা উখিয়া সদরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বাচা মিয়া, মাতার নাম নূর আয়েশা। তিনি বর্তমান উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পাঠ শেষে শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন।
বর্তমানে অবসরপ্রাপ্ত হলেও তিনি কলম চালিয়ে যাচ্ছেন অবদমিত গতিতে। ৬ষ্ঠ শ্রেণি থেকে লেখায় তাঁর হাতেখড়ি। মাস্টার শাহ আলম একাধারে কবি, নাট্যকার, ঔপন্যাসিক, কলামিস্ট ও লোকগবেষক। সাহিত্যের প্রতিটি শাখায় তাঁর বিচরণ লক্ষণীয়। পুঁথি, কবিতা, ছড়া, উপন্যাস, নাটক, কলাম, প্রবন্ধ, লোকগাথা এবং নির্বাচিত মানুষের জীবনী লেখা ছাড়া তিনি একজন গীতিকারও। তিনি দীর্ঘদিন লিভার ও কিডনিজনিত রোগে ভোগলেও লেখালেখি চালিয়ে যাচ্ছেন বিছানায় শুয়ে।
তাঁর এবারকার কাব্য 'সাড়ে তিন হাত মাটির ঘর' শেষ জীবনে বিৱহী মূর্ছনায় সিক্ত কবি তুলে ধরেছেন তাঁর এবং মানুষের প্রতি ইঙ্গিতবহা অন্তিম পরিণতির নিখাদ সত্যতার কথা। এ কাব্যের সার্বিক সফলতা কামনা করছি।
-আলী প্রয়াস