কবিতা হলো সাহিত্যের উৎসমূল। কবিতা হলো কবির অনুভূতি, চিন্তাভাবনাকে জাগিয়ে তোলার জন্য শব্দ এবং ভাষার ব্যবহার। কবিতা হলো রূপক, প্রতীক এবং অস্পষ্টতার মাধ্যমে সাহিত্যের অংশ তৈরি করার প্রক্রিয়া ইত্যাদি। কবি রবার্ট ফ্রস্ট (Robert Frost) কবিতার বিষয়ে অসাধারণ কথা বলেছেন। রবার্ট ফ্রস্ট বলেছেন, “কবিতা হলো, আবেগ তার চিন্তা খুঁজে পায়, আর চিন্তা শব্দ খুঁজে পায়।"
“শূন্যতা ছুঁয়ে ছুঁয়ে স্বর্গের কাছাকাছি" আমার তৃতীয় কাব্যগ্রন্থ। আমার বিশ্বাস কবিতাগুলো পাঠকদের ভালো লাগবে। প্রান্ত প্রকাশনের কর্ণধার জনাব আমিনুর রহমানকে অশেষ ধন্যবাদ বইটি সযত্নে প্রকাশ করার জন্য।
জয় হোক কবি ও কবিতার।