বুকের বাম পাঁজরের নিচে কাব্যগ্রন্থ প্রসঙ্গে
কবি আলমগীর খোরশেদ এর 'বুকের বাম পাঁজরের নিচে' কাব্যগ্রন্থটি হচ্ছে লোকজ ও জীবনবাদী আবেগ অনুভূতির স্বপ্নীল সরলতার সম্মিলন।
জীবনানুভূতির লুকায়িত সত্যের অনুভব অনুভূতির প্রকাশ রয়েছে অধিকাংশ কবিতায়। সময় সমাজ ও বাস্তবতার নীরিখে কবি অন্তরে লুকিয়ে থাকা সত্যের সন্ধান করেন চেতন অচেতনে।
'বুকের বাম পাঁজরের নিচে' কাব্যগ্রন্থে কবি আলমগীর খোরশেদ তাঁর দেখা অদেখা স্বপ্নগুলো দিয়ে তৈরি করেন পঙক্তিপালা। হৃদয় গ্রাহী গভীর মনন রয়েছে আত্মবিশ্বাসী মনে। অন্তরে ধারণ করেন লোকজ জীবন পাঠের প্রসঙ্গ অনুষঙ্গ।
প্রেম প্রণয় ও আশার বাণীকে কবি আলমগীর খোরশেদ লালন করেন মানবিকতা দিয়ে। যেখানে সত্য, সুন্দর আনন্দ প্রেম ছাড়া অন্যকোনো স্বপ্নের খোঁজ পাওয়া যায় না।
মূলত: "বুকের বাম পাঁজরের নিচে" কাব্যগ্রন্থটি কবি আলমগীর খোরশেদ এর আত্মপ্রেমী ও অপ্রকাশিত সরলতার প্রবহমান নদীর আত্মকথা। কাব্যগ্রন্থটি সব ধরণের মানবিক হৃদয়স্পর্শী পাঠকের কাছে সমাদ্রিত হবে। সংগ্রহে রাখার মতো বই।