থে যাঁদের কবিতা অগ্রগামী তাঁদের একজন আদ্যনাথ ঘোষ । তাঁর কবিতায় নগর এবং পল্লীজীবনের অন্তর্গত যোগসূত্র ও আবহ প্রাণবন্ত রূপ নেয়। শব্দবিন্যাস, চিত্রকল্প, উপমা-উৎপ্রেক্ষা প্রয়োগের স্বাভাবিক উৎকর্ষতায় তিনি সিদ্ধহস্ত। কবিতার ভেতরে তিনি আপ্লুত জীবন আর নিজস্ব-বোধ যাপনের রোজনামচা লিপিবদ্ধের পাশাপাশি জীবনের নানামুখী উপাচার ব্যাখ্যা করেছেন স্বতন্ত্র ভঙ্গিমায়। অনেক ক্ষেত্রেই গতানুগতিকতার বাইরের মানচিত্র কিংবা তার চেয়ে মুখ্য হয়ে ওঠে জীবনের একচ্ছত্র কথোপকথন, এক্কেবারেই নিজের মতো করে